(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার লাকসামে সাপের কামড়ে ইশরাত জাহান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে। নিহত ইশরাত শ্রীয়াং গ্রামের অটোচালক ইমাম হোসেনের বড় মেয়ে। সে জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ ঘরে কাঠের সিন্দুকের নীচে লুকিয়ে থাকা সাপের কামড়ে আহত হয় ইশরাত। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিন রাতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অহিদুর রহমান ইশরাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।’
Leave a Reply