স্টাফ রিপোর্টার।।
গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর বধ্যভূমির পাশ থেকে মাদককারবারীদের আটক করা হয়।
আটক মাদক কারবারীরা হলো
রসুলপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মোঃ মিন্টু(৪৪), বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের
মোসলেম মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৫) মিয়া ও রসুলপুর বধ্যভূমির এলাকার সুমন মিয়ার স্ত্রী পারভীন আক্তার(২৬)।
অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া।
ফাঁড়ির উপপরিদর্শক শরীফুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করি। এ সময় ১৪ কেজী গাঁজা ও ১০৪ পিস ইয়াবাসহ তিন নারী ও পুরুষকে গ্রেফতার করি।
পরে বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply