রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বারটান)এর উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষনে বিভিন্ন শ্রেণী ও পেশার ৬০জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহন করেন।
আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো.মুশিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহম্মদ জহির উল্লাহ।
প্রধান অতিথি এড. আমিনুল ইসলাম টুটুল বক্তব্যে বলেন, ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। আমাদেরকে পুষ্টি সচেতন বাংলাদেশ গড়তে হবে। তাই আমাদের সন্তানরা যেন বিষমুক্ত ও নিরাপদ খাদ্য গ্রহন করতে পারে এবিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানুষকে স্বাস্থ্য সচেতন ও পুষ্টিকর খাবার গ্রহনের জন্যই আজকের এ্ই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। তাই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণলদ্ধ জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
Leave a Reply