অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে সাজ্জাতুল ইসলাম (১৬) নামে এক তরুণকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাজ্জাতুল কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। তাকে অভিযুক্ত হত্যাকারী ইউসুফ নগরীর চর্থা এলাকার বাসিন্দা। নিহত সাজ্জাতুল ইসলাম নেউরা এম আই হাই স্কুলে দশম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিশাবন্দ গ্রামে ক্রিকেট খেলায় বাকবিতণ্ডার একপর্যায়ে সাজ্জাতুলকে স্টাম্প দিয়ে আঘাত করে অভিযুক্ত ইউসুফ। আঘাতে সাজ্জাতুল ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। শনিবার দিবাগত রাতে সাজ্জাতুল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। রবিবার তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।
অভিযুক্ত ইউসুফের মামা মোশারফ হোসেন স্টাম্প দিয়ে আঘাতের বিষয় স্বীকার বলেন, ক্রিকেট খেলায় বাকবিতণ্ডার এক পর্যায়ে সাজ্জাতকে স্টাম্প দিয়ে আঘাত করে অভিযুক্ত ইউসুফ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সুরুজ মিয়া জানান, প্রবাসী শফিকুল ইমলামের ছেলে নিহত সাজ্জাদের বাড়িতে সকালে গিয়েছি। ছেলেটি গতরাতে ঢাকায় মারা গিয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বিষয়টি অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি। থানায় অভিযোগ হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।ণ থানা ওসি মামুনুর রশীদ জানান, বিষয়টি অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোন মামলা হয়নি। পুলিশ একটি টিম নিহতের বাড়িতে পাঠিয়েছি।
Leave a Reply