(মাহফুজ নান্টু, কুমিল্লা)
রাত সাড়ে ১১ টা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আলেখারচর এলাকায় দু’জন নারী একটি লাগেজ নিয়ে দাড়িয়ে আছেন। উদ্দেশ্য সিলেট যাবেন। এ সময় গোপন সংবাদে কুমিল্লা গোয়েন্দা বিভাগের একটি টিম হাজির হয়। গোয়েন্দারা জিজ্ঞেস করেন কোথায় যাবেন। এলোমেলো উত্তর দিলে লাগেজ তল্লাশী করে ৪০ হাজার পিস ই’য়াবা পাওয়া যায়। পরে ওই দুই নারীকে আ’টক করে নিয়ে আসা হয়।
আজ সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার মোঃসৈয়দ নুরুল ইসলাম বিপিএম( বার),পিপিএম এ তথ্য দেন।
পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বলেন, গতকাল রাতে কুমিল্লা গোয়েন্দা বিভাগের এলআইসি টিমের চৌকষ অফিসার ইখতিয়ার আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আ’টক ওই দুই নারীর একজন সিলেট বিশ্বনাথের উপজেলার দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার (২৩), অপর নারী একই জেলার উসমানীনগর থানার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম (২৪)।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরো জানান, আ’টক দুই নারী মা’দক ব্যবসায়ী বিভিন্ন সময় কক্সবাজার টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ই’য়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। আ’টক দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply