অনলাইন ডেস্ক:
সকাল হয়েই রাত নেমে এলো কুমিল্লার আকাশে। আজ বুধবার ভোররাতে বৃষ্টি শেষে ভোরের আলো ফোটার পরই আবার কালো মেঘে রাত নেমে আসেে। বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কেপে উঠার সতর্কতা জারি করা হয়েছে কুমিল্লায়।
এদিকে আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশে উত্তর বঙ্গপোসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড় হবে।
আর কয়েকঘন্টার মধ্যে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, মাদারিপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, ব্রাহ্মনবড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষিপুর, নোয়াখালী, ফেনীসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু স্থান ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বা তার অধিক বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টিতে আক্রান্ত হতে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী ইতমধ্যেই রাজধানী ঢাকা আক্রান্ত হয়েছে।
Leave a Reply