নিজস্ব প্রতিবেদ:
করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে ডমিনি ফাউন্ডেশন ‘ ক্ষুধার্তের আহার’ কর্মসূচি হাতে নিয়েছে। ডমিনি ফাউন্ডেশন সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। ৫ই জুন কুমিল্লা শহরের বিভিন্ন স্পটে সুবিধা বঞ্চিত ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি।
ডমিনি ফাউন্ডেশন এর কুমিল্লার মুখপাত্র মুরাদনগর ডি.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফিন হক বলেন , ‘যাদের কোনো আয় নেই অর্থাৎ সুবিধা বঞ্চিত পথশিশু এবং ভাসমান মানুষ, তাদের মুখে একবেলা খাবার তুলে দিতেই আমাদের এই প্রচেষ্টা। কাউকে একবেলা খাবার দিয়ে আমরা হয়তো সমাজকে ক্ষুধামুক্ত করতে পারবো না, তবে এটা নিশ্চিত তরুণদের হাত ধরেই একদিন না একদিন বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে। আমাদের এই প্রজেক্টের আওতায় প্রতি মাসে যে কোন একটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে সামর্থ্য অনুযায়ী ।
তাছাড়া প্রত্যেক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়ার আরেকটি প্রজেক্টও এই মাস থেকে পরিচালিত হবে যেটাও প্রতিমাসে একবার যে কোন স্কুলে সম্পন্ন হবে।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন করা হয়।আবু সাঈদ জানান, ডমিনি ফাউন্ডেশন এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগের পাশে থাকতে পেরে আমার খুব ভাল লাগছে।
Leave a Reply