(জাগো কুমিল্লা.কম)
কেউ রিক্সাচালক, কেউ ভ্যান চালক, কেউ রিক্সার মেকানিক্স, কেউবা বাসা বাড়ির কাজের বুয়া, স্বামী পরিত্যাক্তা।
দেশের এই চরম সংকটকালীন সময়ে শ্রমজীবী এ সকল অসহায় গরীব মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের ১০/১৫ দিন চলার মত চাল, ডাল, তেল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দেয়া হয়েছে।
এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যােগে ২৮ মার্চ শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় প্রথম পর্যায়ে অর্ধশত শ্রমজীবী দরিদ্র অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ,কুমিল্লা প্রেস ক্লাব ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এপে. এড. সৈয়দ নুরুর রহমান এ দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জেলা ৮ এর গর্ভণর এপে. এড. খোরশেদ আলম, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে. এড. তারেক আবদুল্লাহ, এপে. ওয়ালি উল্ল্যাহ রিপন, এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর সেক্রেটারি এপে. শাহাজাদা এমরান, এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে. শাহরিয়ার জামান প্রমুখ।
Leave a Reply