( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় একরাম উল্লাহ হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) বিকালে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান (লিটন) এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. পরান মিয়া (৫০), পরান মিয়া বাবুলের ছেলে মো. বাবলু (২০), মৃত জহির উদ্দিনের ছেলে মো. জামাল (৪২), নোয়াপাড়া গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. শাকিল (২৬), মো. শহিদ মিয়ার ছেলে মো. শওকত হোসেন (১৮), মো. শামছুর ছেলে মো. হেলাল (২৪) ও রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল খালেক ওরফে সেরু মিয়ার ছেলে মো. সবুজ (২০)।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মানিকের চা-দোকানের সামনে লুডু খেলা নিয়ে উপরে উল্লেখিত সাত জনের সঙ্গে বাকবিতণ্ডা হয় একরামের। এর জেরে ১৫ সেপ্টেম্বর বিকালে ওই সাত জন একরামকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একরামের বাবা মো. মোকছেদ মিয়া (৬৩) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র আরও জানায়, এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইব্রাহীম ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ১৮ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর আজ এ মামলার রায় দেন বিচারক।-বাংলা ট্রিবিউন
Leave a Reply