(মাসুদ আলম ,কুমিল্লা )
পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গত ২৪ ঘন্টায় মাদকের ১৯টি মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন, পুলিশ সুপার কার্য্যালয়ের ডি আই ও ওয়ান মোঃ মাহাবুব মোরর্শেদ।
এ দিকে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী ২ এর একটি দল বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ কেজি গাাঁজাসহ এক জনকে গ্রেফতার করে। অভিযানিক দলটি আদর্শ সদর উপজেলার শ্রিপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়ীর পাশের রফিক মিয়ার চায়ের দোকানের সামনে গাঁজা বেচা-কেনার সময় মোঃ কবির হোসেন (৪৭) কে গ্রেফতার করে। সে বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
Leave a Reply