অনলাইন ডেস্ক:
কুমিল্লায় নতুন করে শ’নাক্ত হয়েছে ৮১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪৫,চৌদ্দগ্রাম- ১২, বুড়িচং- ৪, দেবিদ্বার- ৯,সদর দক্ষিণ- ৩, নাঙ্গলকোট- ৫, লাকসাম- ১,চান্দিনা- ১, মনোহরগঞ্জ- ১জন
রয়েছে।
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮শ ৭৩ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৪১ জন। ! মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪০ জন ।
কুমিল্লা নতুন করে আরও ২ জনের মৃ’ত্যু হয়েছে । দেবিদ্বারে একজন, চৌদ্দগ্রামে একজন।
। মোট মৃত্যু সংখ্যা ৮৫ জন। সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৭ টি , ফলাফল এসেছে ১৫ হাজার ৪ শ ১২ টি। মঙ্গলবার (২৩ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কুমিল্লা সিটি:
ডায়াবেটিক চিকিৎসক ডাঃ অজিত কুমার পাল , দক্ষিণ চর্থার ২ জন, উত্তর চর্থার ১ জন, পুলিশ হাসপাতালের ২ জন, ঠাকুরপাড়ার ২জন, মোগলটুলির ১ জন, ক্যান্টনমেন্ট বোর্ডের ৩জন, রেইসকোর্সের ১ জন, ডিসি অফিসের ১ জন, হাইওয়ে পুলিশের ১ জন, পুরাতন চৌধুরীপাড়ার ১ জন, কালিয়াজুরির ১জন, কান্দিরপাড়ের ২ জন, মনোহরপুরের ১ জন, শাকতলার ১ জন, বাগিঁচাগাওয়ের ১ জন, সাতওরার ১জন, বিজিবি সুলতানপুর বিওপির ১ জন, ঝাউতলার ১ জন, ছাতিপট্টির ১ জন, চাঁনপুরের ১ জন, হাউজিং এস্টেটের ১ জন, রাজাপাড়ার ১ জন, সিএম টাওয়ারের ১ জন, টমসনব্রিজের ১ জন, ইপিজেড গেইটের ১ জন।
সদর দক্ষিণ:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মঙ্গলবার নতুন করে ৩ জন সহ মোট ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। জানাযায়, মঙ্গলবার (২৩ জুন) আক্রান্ত হয়েছে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়াারম্যান আব্দুল হাই বাবলু,বিজয়পুর ইউনিয়নের শাওরাতুলী ১জন,গলিয়ারা ইউনিয়নের দেবিপুর ১জন।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণে এখন পয়র্ন্ত ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট এসেছে ৪৬৮ জনের। এখন পয়র্ন্ত করোনায় মোট আক্রান্ত ৭৪ জন। আজ নতুন ২ জন সহ সুস্থ হয়েছে মোট ২৯ জন।
Leave a Reply