(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লা সদর উপজেলার গোমতি নদী থেকে অজ্ঞাত যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কাছিয়াতলী এলাকার গোমতি নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, মরদেহটি গলিত। হয়তো ৩/৪ দিন আগে আর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে কুমিল্লা সদরে বিষপানে মনোয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধুর মুত্যু হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে শশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা বেগম উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু আত্মহত্যা করেছে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, দুপুরে নাজিরা বাজার ফাড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে জামাল হোসেন (৩০) নামে এক হকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার তিনদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চান্দিনার হারং পশ্চিমপাড়া এলাকার ফসলি মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত জামাল হোসেন ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি হকারি করে ঝালমুড়ি বিক্রি করতেন। নিহতের স্ত্রী পারভীন জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে হোসেন ও কামাল নামে দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত জামাল ঘরে না ফেরায় পরদিন সকালে হোসেন ও কামালের বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে তারা কিছু জানে না জানায়।
শনিবার সারাদিনও জামালের কোনো খোঁজ না পেয়ে চান্দিনা থানায় জিডি করে তার পরিবার। পরে সোমবার সকাল সাতটার দিকে হারং গ্রামের এক কৃষক ফসলি মাঠে ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের জানায়। এ সময় জামাল হোসেনের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে পুলিশে খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে জামাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বোন জাহানারা বেগম বলেন, বৃহস্পতিবার আমার বাবা গরু বিক্রি করলে শুক্রবার সকালে আমার বাবার কাছ থেকে ২১ হাজার টাকা নিয়ে যায় আমার ভাই জামাল হোসেন। ওই টাকার জন্যই তারা আমার ভাইকে মেরে ফেলে।
পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন ও কামাল হোসেন নামে দুইজনকে আটক করেছে। তারা যথাক্রমে ওই গ্রামের আব্দুল মতিন ও আব্দুর রবের ছেলে।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply