অনলাইন ডেস্ক:
কুমিল্লায় কাভার্ডভ্যানের ধা’ক্কায় হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন নি’হত হয়েছেন। এ সময় পুলিশসহ আরও তিনজন আ’হত হয়েছেন।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় এ দু’র্ঘটনা ঘটে। নি’হতরা হলেন- কুমিল্লা মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন(৩২)।
তিনি জেলার বরুড়া উপজেলার উত্তর শীলমুড়ী ইউনিয়নের ছোটবাতুয়া গ্রামের মো. দুলা মিয়ার ছেলে। কাভার্ডভ্যানের হেলপার সুমন (২৫) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নন্দিগ্রামের বাবুল মিয়ার ছেলে ও ফাহাদ(২৫) নোয়াখালী জেলার সেনবাগ এলাকার সালেহ আহাম্মদের ছেলে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় দুটি কাভার্ডভ্যানের মধ্যে সং’ঘর্ষ বাধে। এতে যানবাহন দুটি সড়কের পাশে ছি’টকে পড়ে।
খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান দুটিকে রেকার দিয়ে উদ্ধার করতে যায় মিয়ার বাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ। উদ্ধারকাজ চলাকালে পেছনে থেকে দ্রু’তগামী আরেকটি কাভার্ডভ্যান হাইওয়ে পুলিশের রেকারকে ধা’ক্কা দিলে ওই রেকার পুলিশের পিকআপ ও বিকল কাভার্ডভ্যান দুটির ওপরে গিয়ে পড়ে।
এতে ঘ’টনাস্থলেই হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেন এবং বিকল কাভার্ডভ্যানের হেলপার সুমন মিয়া ও অপর গাড়ির হেলপার ফাহাদ নি’হত হন।
পুলিশ নি’হতদের ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অ’ভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply