রবিউল হোসেন।।
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আদর্শ সদর উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রার্থী চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল,ভাইস-চেয়াম্যান পদে তারিকুর রহমান জুয়েল,মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এড.হোসনেয়া বেগম বকুল মঙ্গলবার বেলা ১২ টার দিকে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ভিড় জমায়।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি অনুসারী হিসাবে খ্যাত চেয়ারম্যান প্রার্থী এড. মো. আমিনুল ইসলাম টুটুল দক্ষিন জেলা আওয়ামী লীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, ভাইস-চেয়ারম্যান প্রার্থী তারিকুর রহমান জুয়েল আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়া বেগম বকুল আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। এ তিন জনের নামই দলের তৃণমূলের সমর্থিত একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সুপারিশ সহ কেন্দ্রে পাঠানো হয়েছিল। ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কাউকে দলীয় মনোনয়ন না দিলেও তারা প্যানেলভুক্ত হয়েই এবার দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
মনোনয়ন জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থী এড.মো.আমিনুল ইসলাম টুটুল জানায়, দীর্ঘ আড়াই বছর উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসাবে, এক বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ও গত প্রায় দেড় বছর চেয়ারম্যান হিসেবে সততা,ন্যায়পরায়নতা ও নিষ্ঠার সাথে সদর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। আমি বিগত ৫ বছর উপজেলাবাসীর সুখে-দু;খে পাশে ছিলাম। আমার বিশ্বাস কুমিল্লা সদরের জনগন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। তারা আমাদের প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। নির্বাচিত হলে আগামি দিনগুলিতে কুমিল্লার গণ মানুষের প্রিয় নেতা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার নির্দেশিত পথে কুমিল্লা সদর উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রচেষ্ঠা অব্যাহত রাখব।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দলীয় নেতা-কর্মীরা কান্দিরপাড় রামঘাটলাস্থ মহানগর আওয়ামী লীগ কার্য্যালয়ে জমায়েত হয়। বেলা ১২ টা দিকে জেলা প্রশাসক কার্য্যালয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়জার মোহাম্মদ ফারাবী’র নিকট ক্রমান্বয়ে এড. মো. আমিনুল ইসলাম টুটুল,তারিকুর রহমান জুয়েল ও হোসনেয়ারা বেগম বকুল মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পিপি এড.জহিরুল ইসলাম সেলিম, আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জেলা দোকান মালিক ফেডারেশনের সাধারন সম্পাদক আতিকুল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্ত রঞ্জন ভৌমিক,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মোরশেদুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল করিম সেন্টু,সদস্য কাইয়ুম খান বাবুল,খোরশেদ আলম,আবদুল মালেক, ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক,আলহাজ্ব মো.সেকান্দর আলী,মামুনুর রশিদ মামুন,ইকবাল হোসেন বাহালুল,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি,আদর্শ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো.সেলিম,মো.শাহজাহান,যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, কাজী খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক মো.নাসির উদ্দিন,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল হক জীবন, কৃষি ও সমবায় সম্পাদক মো: আলমগীর হোসেন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আবুল হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো.কামাল হোসেন,তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রচার সম্পাদক মো.সাইফুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফায়েল আহমেদ,আইন সম্পাদক এড.রফিকুল ইসলাম,মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ শিয়ানুক,যুগ্ম-আহবায়ক নাঈমুল হক হিমেল,কালিরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুস সোবহান ভূইয়া, সাধারণ সম্পাদক মো: ইউনুস, দূর্গাপুর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সবুর, দূর্গাপুর উত্তর আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক ভূইয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.জাহাঙাগীর আলম,পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হিরন, সাধারন সম্পাদক হাছান রাফি রাজু,আমড়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাসু সহ মহানগর আওয়ামী লীগ ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply