অমিত মজুমদার:
বছর ঘুরে এলো খুশির ঈদ । তবে করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে কুমিল্লায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর । আনন্দের দিনেও আনন্দ নেই কুমিল্লাবাসীর মনে । বিগত কয়েকদিন কুমিল্লায় আশঙ্কা জনক ভাবে বাড়ছে করোনা রোগী । তাই প্রতিদিনের আপডেট জানার জন্য কুমিল্লা বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ থাকে সবার । তবে ঈদের দিন দুপুরে গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হলেও আপডেট জানাননি সিভিল সার্জন কার্যালয় ।
এ বিষয় জানতে চাইলে করোনা সংক্রমন প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, কম্পিউটার অপারেটর ছুটিতে থাকায় আপডেট জানানো সম্ভব হয়নি । মঙ্গলবার সকালেই বিস্তারিত আপডেট জানানো হবে ।
তবে বিশেষ সূত্রে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। কুমিল্লা সদর উপজেলা ও সিটিতে বড় একটি সংখ্যা করোনায় আক্রান্ত হয়েছে । বিভিন্ন সূত্রে জানা যায় কুমিল্লায় ৩০শের অধিক নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে ঈদের কারণে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি । তার জন্য অপেক্ষা করতে মঙ্গলবার সকাল পর্যন্ত ।
রবিবার কুমিল্লায় সিটির ১১ জনসহ ১২ উপজেলায় রেকর্ড ৭৮ জন আক্রান্ত হয়েছিল । গতকালের সর্বশেষ আপডেট :
মোট নমুনা সেন্ট= ৭ হাজার ১ শ ৩৫টি
মোট রিপোর্ট রিসিভেড=৬ হাজার ৪শ ৪৫ জনের
মোট পজিটিভ =৬০৪জন
মোট সুস্থ্য = ৯০ জন
মোট মৃ ত্যু =২০ জন
২৪মে, ২০২০ ইং (দুপুর টা পর্যন্ত )
নতুন আক্রন্ত: ৮১ জন
নতুন সুস্থ :২ ( মুরাদনগর)
নতুন মৃত্যু: ১
দেবিদ্বারে ১৩০,মুরাদনগরে ১১৮,চান্দিনায় ৫২,সিটি ৫১, নাঙ্গলকোটে ৪৬, লাকসামে ৩৬, সদরে ৩২, দাউদকান্দি ১৯, সদর(দ) ১৭, বুড়িচং ৩৩, ব্রাহ্মণপাড়া ১৪,তিতাস ১৭, মেঘনা ১০, বরুড়া ১১, চৌদ্দগ্রামে ৪ জন, মনোহরগঞ্জে ১০ , হোমনায় ৫, লালমাই ৪
Leave a Reply