অনলাইন ডেস্ক:
শুক্রবার সকালেই কুমিল্লার জন্য খা’রাপ সংবাদ জানালো সিভিল সার্জন কার্যালয়। নতুর করে মুরাদ নগরে ২ জন, মনোহরগঞ্জে ১ আ’ক্রান্ত রোগী পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় নতুন ৮ জনসহ আক্রা’ন্ত বেড়ে ৪৪ জনে।
মুরাদনগরে কাজিয়াতল গ্রামে এক ব্যক্তি নারায়গঞ্জ ফেরত। আরেকজন রামচন্দ্রপুর গ্রামের।তিতাসে সাতানী ইউনিয়ন নয়াকান্দি এলাকার একজন, সে নারায়ণ গঞ্জ ফেরত।
দেবিদ্বারের মরিচাকান্দা মৃ’ত শাহজালাল মেম্বারের করো’না রিপোর্ট পজিটিভ এসেছে।
অন্যান্য সংশ্লিষ্ট আক্রান্ত ব্যক্তির এলাকার নাম এখনও জানা যায়নি।
গতকাল বৃহস্পতিবার একজন মুয়াজ্জিনসহ নতুন করে তিনজন ক রোনা ভাইরা সে আ ক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনাভাইরাসে মোট আ ক্রান্ত হলেন ৩৯ জন। নতুন আ ক্রান্তরা হচ্ছেন লাকসাম, সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলার বাসিন্দা। সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মক র্তারা এতথ্য নিশ্চি ত করেছেন।
সূত্র জানায়, নতুন আ ক্রান্তদের মধ্যে দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের শাহাজালাল মেম্বা র। তিনি করোনার উ পসর্গ নিয়ে বুধবার মা রা যান। বৃহস্পতিবার তার রি পোর্ট পজে টিভ আসে।
দ্বিতীয়জন লাকসাম উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ি ভো লায়। তৃতীয় জন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বার পাড়া ইউনি য়নের হরি শ্চর গ্রা মের। তিনি সম্প্রতি ঢাকার যাত্রা বাড়ি থেকে এসেছেন। সেখানে তিনি কাঁ চা মালের ব্যবসা করতেন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.মো, শাহাদাত হোসেন বলেন, জন গণকে ঘরে থেকে আমাদের স হযোগিতা করতে হবে। পা শাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আগত আসা বন্ধ করতে হবে।
এই নিয়ে কুমিল্লা আক্রা’ন্ত সংখ্যা বেড়ে ৩৯ জনে ।
করো’না আপডেট 24.04.2020 @ 9am
মোট কোয়ারেন্টাইন = 5231
। মোট মুক্তি = 3906.
বর্তমান কোয়ারেন্টিনে=1326.
মোট নমুনা সেন্ট= 1105
মোট রিপোর্ট রিসিভেড=777..
মোট পজিটিভ = 44.
24.04.2020 @ 9am
নতুন কেস: 5 জন ( মুরাদনগর ২, মনোহরগঞ্জে ১, তিতাস ১, দেবিদ্বার ১)
উপজেলার সর্বমোট আ’ক্রান্ত সংখ্যা:
কুমিল্লা জেলায় করোনায় আক্রা;ন্তের সংখ্যা ৪৪জন (২৪ এপ্রিল পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৪টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-৯, দাউদকান্দি-৮, বুড়িচং-৭, চান্দিনা-৪, দেবিদ্বার-৩, ব্রাহ্মণপাড়া-১, সদর দক্ষিণ-২, বরুড়া-২, চৌদ্দগ্রাম-১, লাকসাম-২ ও হোমনা-১, মেঘনা-১, মুরাদনগর ২, মনোহরগঞ্জে ১।
Leave a Reply