(অমিত মজুমদার, কুমিল্লা)
কুমিল্লায় নতুন করে শ’নাক্ত হয়েছে ৮০ জন। এর মধ্যে দেবিদ্বার- ১৪,মনোহরগঞ্জ- ৬,হোমনা- ২১,দাউদকান্দি- ১২,চান্দিনা- ৯,তিতাস- ৮,লাকসাম- ৪, চৌদ্দগ্রাম- ৬ রয়েছে।
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৭৪ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮১ জন। !সিটি করপোরেশন- ৪১ জন,তিতাস- ২০ জন, দেবিদ্বার- ১২ জন, মনোহরগঞ্জ- ৮ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ২শ ৭২ জন ।
কুমিল্লা নতুন করে আরও ১ জনের মৃ’ত্যু হয়েছে । তার বাড়ি লাকসাম । সে শুক্রবার মৃত্যু বরণ করেন।
। মোট মৃত্যু সংখ্যা ৮৮ জন। সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ১শ টি , ফলাফল এসেছে ১৬ হাজার ১ শ ৪৯ টি। (২৭ জুন ২০২০) শনিবার সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এবার জানিয়ে দিচ্ছি উপজেলা ভিত্তিক মোট আক্রান্ত সংখ্যা। কুমিল্লা সিটি কর্পোরেশনে ৮০৬ জন, দেবীদ্বারে ৩০৭ জন, মুরাদনগরে ২১৮ জন, চান্দিনায় ১৭৯ জন, লাকসামে ১৯০ জন, চৌদ্দগ্রামে ২২৫ জন, বুড়িচংয়ে ১৫৫ জন, নাঙ্গলকোটে ১৫৮ জন, আদর্শ সদরে ১১২ জন, দাউদকান্দিতে ১২৭ জন, সদর দক্ষিনে ৭৪ জন, তিতাসে ১০৬ জন, ব্রাহ্মনপাড়ায় ৫১ জন, বরুড়ায় ৮৪ জন, মনোহরগঞ্জে ৮৯ জন, হোমনায় ৮৯ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৪২ জন।
Leave a Reply