অনলাইন ডেস্ক:
কুমিল্লায় আশ ঙ্কা জনক ভাবে বাড়ছে করো’না আক্রা ন্ত রোগী সংখ্যা । চান্দিনায় নতুন তিনজনের করো’না রিপোর্ট পজেটিভ হয়েছে !২ জন ধানসিঁড়ি এলাকার, অপরজন হারং এর বাসিন্দা। এর আগে চান্দিনায় চিকিৎসকসহ ৪ জন আক্রান্ত ছিল ।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে তিন জন আক্রা’ন্ত হয়েছে । চান্দিনায় আগের ৪জন রোগী করো’না ভাইরাস (কোভি’ড-১৯)-এ আক্রা’ন্ত হয়েছেন তাদের মধ্যে চিকিৎসকের পরপর ২টি রিপোর্ট এবং ২জনের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে। একজন কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে। ডাক্তার মো. এনামূল হক এখন সুস্থ্য ।
গত ২৪ ঘন্টায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নতুন করে ৪ জন সুস্থ হয়েছে। এই ৮০ জন রোগীর মধ্যে মধ্যে সুস্থ হয়েছে ১৩ জন, মৃ’ত্যু হয়েছে ৪ জনের । কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠুর গাড়ির চালক সাগর হোসেন(২৫), ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামের নতুন ২৪ বছরের সাথী আক্তার ও তার ছেলে শিশু সন্তান মো: মাহাতাব আহমেদের করো’না ভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে।অর্থাৎ তারা এখন সম্পূর্ণ সুস্থ। এই নিয়ে বুড়িচংয়ে ৮ জন রোগীর মধ্যে ৬ জন সুস্থ !
১ মে, ২০২০ ইং ( দুপুর ১ টা পর্যন্ত )
মোট নমুনা সেন্ট= ১৭৮৪
মোট রিপোর্ট রিসিভেড=১৬৮৩
মোট পজিটিভ = ৮০ জন
মোট সুস্থ্য = ১৩ জন
মোট মৃ’ত্যু =৪ জন
১ মে, ২০২০ ইং ( দুপুর ১ টা পর্যন্ত )
নতুন কেস: ৩ জন (চান্দিনা)
কুমিল্লা জে’লায় করোনায় আক্রা;ন্তের সংখ্যা ৮০জন (১ মে পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৪টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-১১, লাকসাম-১০,দেবিদ্বার-১৫( মৃ’ত্যু ৩) দাউদকান্দি-৯, বুড়িচং-৮(সুস্থ ৬ ), চান্দিনা-৭ (সুস্থ্য ১), ব্রাহ্মণপাড়া-২ (সুস্থ১), সদর দক্ষিণ-২, বরুড়া-৩, চৌদ্দগ্রাম-১ (সুস্থ ১), ও হোমনা-১ , মেঘনা-১ , মুরাদনগর ৭, মনোহরগঞ্জে ৩।
Leave a Reply