মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালের দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।ওই স্কুলছাত্রের নাম সিয়াম(১৫)। সে রামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো.আনোয়ারের ছেলে।
সিয়াম দুলালপর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী। পরিবার ওএলাকাবাসী জানায়,সিয়াম শিম পারার জন্য প্রতিবেশী ঘরের চালে উঠে কাজ করতে থাকে। সেখানে অসাবধানতা বসত বিদ্যুতের তারে লেগে সিয়াম গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করা হয়। হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বি সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply