( জাগো কুমিল্লা,কম)
কুমিল্লায় রড ও ইট বোঝাই একটি ট্রাক্টর পুকুরে পড়ে নেওয়াজ আলী (২০) নামের ট্রাক্টরের হেলপার নিহত হয়েছে। সোমবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের তালুকদার পাড়ায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেওয়াজ ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা বাজারের দক্ষিণে তালুকদার পাড়ায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে বালু ভর্তি একটি ট্রাক পার্কিং করে বালু আনলোড করছিল। এ সময় ইট ও রড বোঝাই একটি ট্রাক্টর উত্তর দিক থেকে এসে পাশ কেটে যাওয়ার সময় ট্রাক্টরটি পাশের পুকুরে পড়ে যায়। পুকুর থেকে ট্রাক্টরের চালকসহ আরো ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে নেওয়াজ আলীর মৃত্যু হয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, রাস্তার পাশে অবৈধভাবে ট্রাকটি পার্কিং করার কারণে এবং ট্রাক্টরটির চালকের ভুলে এ ঘটনাটি ঘটে। অবৈধ পার্কিং করা ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত নেওয়াজ আলীর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply