অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্রগ্রাম রেললাইনের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল ষ্টেশনের উত্তর পাশ থেকে ট্রেনে কাটা এক ব্যাক্তির খন্ড বিখন্ডলাশ উদ্ধার করেছে কুমিল্লা রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া-রামচন্দ্রপুর সড়কের রেললাইনের দক্ষিণ পাশে ও শশীদল রেলষ্টেশনের উত্তরে বুধবার সকালে ৬০ বছরের খন্ড বিখন্ড এক ব্যাক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী কুমিল্লা রেলওয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দুপুরে কুমিল্লা রেলওয়ে থানার এসআই মেজবাউল আলম ও সঙ্গীয় ফোর্স লাশটির ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।
এসআই মেজবাহ বলেন, ধারনা করা হচ্ছে মৃতব্যাক্তি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। রাতের কোন এক সময় অথবা ভোরে তিনি ট্রেনে কাটা পড়েন। শশীদল রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মজিবুর রহমান বাদী হয়ে রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছে বলে তিনি নিশ্চিত করেন।
Leave a Reply