সুজন মজুমদারঃ
রেললাইনের ঐ বস্তিতে, বাসস্ট্যান্ডের ওপাশে, গাছতলায় কিংবা ব্রিজের রেলিংয়ে লুঙ্গি অথবা গামছা দিয়ে শরিরটা মুড়িয়ে শুয়ে আছে কত ছিন্নমূল মানুষ আর পথশিশু। একটি উষ্ণ কাপড়ের অভাবে শীতের সাথে আলিঙ্গন করে রাত্রিযাপন করছে। অথচ, আমি-আমরা আর আপনারা যারা আছেন বিত্তবানরা তারা হয়তো গেলো বছরের শীত সিজনের পোশাকটা থাকা সত্তেও আরেকটা কেনার ইচ্ছে করছেন। কেউ আবার হাজার খানেক টাকা দিয়ে কিনেও নিয়েছেন। অসহায়-দরিদ্র আর ছিন্নমূল শীতার্ত মানুষগুলোকে হাড় কাঁপানো শীত থেকে বাঁচাতে এগিয়ে এসেছে কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাব।
গতকাল শুক্রবার (২৫শে ডিসেম্বর) রাত ৯টা থেকে ১১টা শীতবস্ত্র বিতরন সফলভাবে সম্পন্ন করে কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাব। কুমিল্লা রেল-স্টেশন থেকে শুরু করে শাসনগাছা, পুলিশ লাইন, ঝাউতলা, বাদুরতলা, টাউনহল মাঠ, সদর হসপিটাল, টমছমব্রীজ এলাকায় সহ মোট ৪১জন ছিন্নমূল মানুষ আর পথশিশু কে।
এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান ভূইয়া, সহ সভাপতি মাওলানা শফিকুল আমিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহিন উদ্দিন মাহি ও দপ্তর সম্পাদক সজিব ভূঁইয়া।
Leave a Reply