অনলাইন ডেস্ক:
রোববার দুপুরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে
পিকাপ- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১৫ তারিখ একই স্থানে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাজল হোসেন, মো. সজল ও শাহিন।
নিহত কাজল হোসেন (২৫) বিজয়পুর ইউপি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে।
মো. সজল (২৫) একই ইউপি ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তিনি উপজেলার লালমতি গ্রামের হুমায়ন কবির মেম্বারের ছেলে, শাহিন (২৬) ওই ইউপি ছাত্রলীগের সদস্য, তিনি লালমতি গ্রামের মো. আবদুল লতিফের ছেলে।
Leave a Reply