( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় ভারতীয় সীমান্তে গতবছরে বিজিবি অভিযানে উদ্ধার হওয়া ২৫ কোটি ৩২ লক্ষ ৬৯ হাজার ১শ ৭০ টাকার বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে কোটবাড়িস্থ কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি আয়োজনে মাদক দ্রব্য ধ্বংস ও গণসচেতনা মূলক অনুষ্ঠানের আয়োজন করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
ধ্বংসকৃত মাদকগুলোর মধ্যে রয়েছে ফেন্সিডিল , ইয়াবা, গাঁজা, হুইস্কি, বিয়ার, বাংলামদ, যৌন উত্তেজক ট্যাবলেট, বাংলাদেশী টাইগার, ফেন্সিডিল লুজসহ অন্যান্য মাদকদ্রব্য।বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী।
উক্ত অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে: কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন,পিবিজিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফাকরুসহ অন্যান্যরা।
কুমিল্লায় ভারতীয় সীমান্তে গতবছরে বিজিবি উদ্ধারকৃত ২৫ কোটি ৩২ লক্ষ ৬৯ হাজার ১শ ৭০ টাকার বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। কোটবাড়ি থেকে সরাসরি। প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
Posted by Jagocomilla.com on Saturday, January 26, 2019
Leave a Reply