(জাগো কুমিল্লা.কম) রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে শাকিলা বেগম (২২) নামে এক নারী একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন।
সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই চার সন্তান প্রসব করেন তিনি। ৪ সন্তানের মধ্যে পুত্র সন্তান একজন, বাকি তিনজন কন্যা সন্তান।
শাকিলা বেগম কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর (বড়বাড়ি)’র মরহুম আবু তাহের মিয়ার ছোট ছেলে ডুবাই প্রবাসী জালাল মিয়ার স্ত্রী।
৪ সন্তান প্রসঙ্গে জালাল মিয়া বলেন, সকলে আমার ৪ সন্তানের জন্য দোয়া করবেন। বর্তমানে আমার ৪ সন্তান আল্লাহর রহমতে সুস্থ আছে।
শাকিলা বেগমের ডেলিভারির দায়িত্বে থাকা গাইনী বিশেষজ্ঞ ইউনিটের প্রধান প্রফেসর ডা. নিলুফা শামীম আফজার বলেন, প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে সোমবার বেলা ১১টায় পরপর চারটি সন্তান প্রসব করেন শাকিলা বেগম।
Leave a Reply