1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায়  চোর ধরতে গিয়ে সড়কে ছিটকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু! জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদাবাজি;  সেনাবাহিনীর অভিযানে টোকেন-টাকাসহ আটক ৩ কুমিল্লায় একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার কর্মবিরতি শুরু: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার; আটক ১০ তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করে পাবনার পাগলা গারদে প্রেরণের দাবি  আসিফ আকবরের! কুমিল্লায় আওয়ামী লীগনেতা কবিরুল ইসলাম শিকদার গ্রেপ্তার ২০০ পাউন্ডের কেক কেটে বেকিং টুলস কুমিল্লার ৫ বছর পূর্তি ও শেফ জেবুন্নেছার শততম ক্লাস উদযাপন! প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত :  কুমিল্লায় বিএনপি নেতা কামরুল হুদা মওদুদ শুভ্রকে  ছুরিকাঘাত করা  আসামিরা জনসম্মুখে  ঘুরে বেড়াচ্ছে!

কুমিল্লার লালমাই থেকে নারীর লা শ উদ্ধার

  • প্রকাশ কালঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪১৯
ফাইল ফটো
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

কুমিল্লার লালমাই উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) লা শ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে ওই নারীর ম রদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি জানানো হয় রেলওয়ে পুলিশকে। খবর পেয়ে ম রদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় লাকসাম রেলওয়ে থানা পুলিশের একটি টিম।ই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।

তিনি বলেন, রেল লাইনের পাশে ম রদেহ পড়ে থাকার খবর শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে ওই নারীর কোন পরিচয় জানা যায়নি। এছাড়া তার মৃ ত্যুর কা রণ সম্পর্কে এখনো আমরা জানতে পারিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আবারও কুমিল্লায় আসছে জেমস


অনলাইন ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আগামী বছরের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত ঐতিহাসিক এই সমাবর্তনের সাংস্কৃতিক পর্যায়ে গান গাইতে আসবেন ব্যান্ড তারকা জেমস ও তাঁর ব্যাণ্ডদল নগরবাউল।

সমাবর্তন সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর এর সম্মতি সাপেক্ষে ২৭ জানুয়ারি ২০২০ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সফল করতে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের প্রস্তুতিও শুরু হয়েছে।’

সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতোকোত্তর ডিগ্রিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে।

সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সমাবর্তনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সবারই অন্যতম আগ্রহের জায়গা থাকে সমাবর্তনের সাংস্কৃতিক অংশে৷ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন রাঙাতে তাই আনা হচ্ছে পুরো ভারতবর্ষ ছাপিয়ে যিনি বাংলা ব্যান্ডকে তুলে ধরেছেন সেই জেমসকে।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সমাবর্তন আর জেমসও আমাদের ক্যাম্পাসে প্রথমবারের মতই আসছেন।’

তিনি বলেন, ‘উপাচার্য স্যারের সাথে কথা বলে আমি নিজে বুকিং দিয়েছি ২৭ জানুয়ারির জন্য। আমাদের সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ হতে চলেছে।’ নগরবাউল আসার সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews