(অমিত মজুমদার, কুমিল্লা)
র্দীঘদিন ধরে ফ্রিজআপ করে রাখায় মাংসে ফাঙ্গাস, খাবারের মধ্যে সিগেরেটের অবশিষ্ট্য অংশ, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগ তন্দুরী রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
রবিবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় গেইট সংলগ্ন তন্দুরী রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান । এ সময় তাদের শেষবারের মতো সতর্ক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান জাগো কুমিল্লা ডট কমকে জানান,অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারা মোতাবেক তন্দুরী রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা রেস্টুরেন্টু গিয়ে খাবারের সিগেরেটের অবশিষ্ট্য অংশ পেয়েছি, এছাড়া ফ্রিজে দীর্ঘ দিন রাখা খাবারে ফাঙ্গাস পেয়েছি, তাছাড়া রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply