( জাগো কুমিল্লা.কম)
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ গত ৯নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ অাওয়ামীলীগ। প্রতিটি ফরম ৩০ হাজার টাকা করে বিক্রি করছে দলটি। প্রতিটি অাসনেই একাধিক প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করছেন। কুমিল্লার ১১ অাসনে এখন পর্যন্ত ৩৫ জনের মনোনয়ন ফরম ক্রয়ের খবর পাওয়া গেছে।
প্রার্থীগন হলেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) থেকে কুমিল্লা উত্তর জেলা অাওয়ামীলীগের সভাপতি অাব্দুল অাউয়াল সরকার,উত্তর জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর অাব্দুল মান্নান জয়, বর্তমান সংসদ মেজর জেনারেল(অব:) সুবিদ অালী ভূইয়া,কেন্দ্রীয় অাওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অাব্দুস সবুর,উত্তর জেলা অাওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান,মেঘনা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সফিকুল অালম।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) থেকে হোমনা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ অাব্দুল মজিদ,উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা অাহমেদ মেরী,অাওয়াীলীগ নেতা এনামুল হক ইমন,পারভেজ হোসেন সরকার।
কুমিল্লা-৩ মুরাদনগর থেকে উত্তর জেলার সাধারন সম্পাদক অালহাজ্ব জাহাঙ্গীর অালম সরকার,বর্তমান এমপি ইউসুফ অাবদুল্লাহ হারুন এফসিএ,উত্তর জেলার সহ-সভাপতি রুহুল অামিন সরকার,উপজেলা চেয়ারম্যান সৈয়দ অাব্দুল কাইয়ুম খসরু।
কুমিল্লা-৪ দেবিদ্বার থেকে উত্তর জেলা সহ-সভাপতি এ বি এম গোলাম মোস্তফা, অধ্যক্ষ হুমায়ন মাহমুদ,যুগ্ম সাধারন সম্পাদক রৌশন অালী মাষ্টার,বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম মুন্সী,অাবুল কালাম অাজাদ।
কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মনপাড়া) বর্তমান এমপি অাব্দুল মতিন খসরু,দঃজেলার যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন,অাব্দুস সালাম বেগ,মোহাম্মদ অালী চৌধুরী
কুমিল্লা-৬সদর বর্তমান এমপি ও মহানগর অাওয়ামীলীগের সভাপতি হাজী অা ক ম বাহাউদ্দিন বাহার,অালহাজ্ব ওমর ফারুক,মাসুদ পারভেজ ইমরান খান,
কুমিল্লা-৭ চান্দিনা- উত্তর জেলা সহ-সভাপতি ও বর্তমান এমপি অধ্যাপক অালী অাশ্রাফ, প্রান গোপাল দত্ত,
কুমিল্লা-৮বরুড়া-দঃজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এ এস এম কামরুল ইসলাম,দঃজেলার সহ-সভাপতি নাছিমুল অালম চৌধুরী নজরুল,এনামুল হক মিয়াজী।
কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) বর্তমান এমপি তাজুল ইসলাম
কুমিল্লা-১০(সদর দক্ষিন -নাঙ্গলকোট-লালমাই)দঃ জেলা অাওয়ামীলীগের সভাপতি অা হ ম মোস্তফা কামাল।কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম- দঃ জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুজিবুল হক, বেলজিয়াম অাওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান। এ সংখ্যা অারো বাড়তে পারে বলে জানা যায়
Leave a Reply