অনলাইন ডেস্ক:
কুমিল্লায় নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে , মুরাদনগরে নাগেরকান্দিতে উপসর্গ নিয়ে মারা যাওয়ার ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। । জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭১ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মুরাদনগরের ১০ জন, নাঙ্গলকোটের দুইজন । মুরাদনগরে উত্তরত্রিশ ৫জন, সুরানন্দি ২জন, নাগেরকান্দি ১জন, মুরাদনগর সদর ১জন, রহিমপুর ১জন। নাঙ্গলকোটে দৌলখাঁড় ইউনিয়নে ২ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার একজন কুমিল্লা মেডিকেলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় ঢাকা নেওয়া পথে মারা যান। মৃত ব্যক্তি ও পরিবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে কুমিল্লা শহরের ঝাউতলাস্থ ঔষধ কোম্পানী অপসোনিনের কার্যালয় লকডাউন করা হয়েছে। বিষ্ণপুরের বাসিন্দা এরিয়া ম্যানেজার করোনা আক্রান্ত হওয়ায় লকডাইন করা হয়।
মোট নমুনা সেন্ট= ৩ হাজার ৯শ ৯৫ জন
মোট রিপোর্ট রিসিভেড=৩ হাজার ৪ শ ৫২জনের
মোট পজিটিভ = ১৭১জন
মোট সুস্থ্য = ৩৯ জন
মোট মৃ ত্যু =৯ জন
১৩মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ১২ জন
নতুন সুস্থ : ৬ ( লাকসামে ৩, দাউদকান্দি ১, তিতাস ১, মনোহরগঞ্জে ১)
নতুন মৃত্যু: ১
দেবিদ্বার ৪২,সদর ২, সিটি ১১, তিতাস ১১, লাকসাম ১৪,চান্দিনা ১২, দাউদকান্দি ৯, বুড়িচং৮, মুরাদনগর ২৯, মনোহরগঞ্জে ৫, বরুড়া-১০,বি-পাড়া ২,সদর (দ) ৩, চৌদ্দগ্রাম ২, হোমনা২, মেঘনা২,লালমাই২, নাঙ্গলকোট ৪
Leave a Reply