যাত্রা শুরু করলো ‘কুমিল্লার বইপোকা’ জ্ঞানের আলোয় আলোকিত সমাজ গড়তে কুমিল্লা নগরীতে যাত্রা শুরু করেছে কুমিল্লার বইপোকা নামক একটি সংগঠন। সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১৩ এপ্রিল বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে একটি পাঠচক্র ও সদস্য সম্মেলন। প্রতি মাসেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হয় বলে জানায় উদ্যোক্তারা। সরোজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লার রানী কুঠির সামনে প্রায় ২৬ জন সদস্য গোল হয়ে বসে বিভিন্ন ধরনের সাহিত্য নিয়ে আলোচনা করছে। হাসি, আড্ডা, বই নিয়ে আলোচনায় মুখর হয়ে ছিলো রানী কুঠি প্রাঙ্গণটি।
সংগঠনটির লক্ষ নিয়ে একজন সংগঠকের সাথে কথা বলে জানা যায়, এ সংগঠনের মূল লক্ষ হলো পাঠক বৃদ্ধি করা। পর্যাপ্ত বিনোদনের অভাবে সবাই এখন সামাজিক যোগাযোগমাধ্যম মুখি। আর সেখানে অতিরিক্ত আসক্তি ডেকে আনে বিভিন্ন ধরনের অপরাধ ও দূর্ঘটনার কবলে পড়েন অনেকেই। যদি সকলকে বই থেকে বিনোদন লাভের প্রতি আকৃষ্ট করা যায় তবে এ ধরনের সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তারা। আর তাই বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পেইনের মাধ্যমে সদস্য সংগ্রহ করে তাদেরকে নিয়েই আয়োজিত হচ্ছে এই পাঠচক্র। এতে বইয়ের প্রতি আগ্রহী হচ্ছে তারা।
এই পাঠচক্রে আসা একজন সদস্যের সাথে কথা বলে জানা যায়, তারা তাদের পছন্দের বইটি নিয়ে এখানে আলোচনা করেন। যদি অন্য কারো বইটি পড়ার ইচ্ছা হয় তবে তারা সেখানে বই বিনিময় করেন। এতে তাদের বই পড়ার আগ্রহ যেমন বাড়ছে তেমনি জ্ঞানের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। সংগঠকরা আশা করেন, ধীরে ধীরে বৃহৎ পরিসরে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এভাবেই একদিন কুমিল্লা নগরী হয়ে উঠবে সাহিত্য চর্চার প্রানকেন্দ্র। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply