1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লার পরিস্থিতি আরও ভয়াবহ , একদিনেই ১৬১ আক্রান্তসহ ৩ জনের মৃত্যু!

  • প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫২০৭

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৩৭, বরুড়া- ১০, চৌদ্দগ্রাম- ৯, মনোহরগঞ্জ- ৭, বুড়িচং- ৯, লালমাই- ৭, মুরাদনগর- ১৮, নাঙ্গলকোট- ৯,দেবিদ্বার- ১৯, আদর্শ সদর- ৫, চান্দিনা- ৫, লাকসাম- ৯, মেঘনা- ১, দাউদকান্দি- ৫,হোমনা- ৬, তিতাস- ৫।

।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩শ ৭৮ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৬ জন।
ব্রাহ্মণপাড়া- ২১,সিটি করপোরেশন- ১২, চৌদ্দগ্রাম- ৩,বরুড়া- ৫,নাঙ্গলকোট- ৩,মনোহরগঞ্জ- ২,
মোট সুস্থ হয়েছে ৬ শ ৯৭ জন ।

আজ নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।। লাকসাম-১ , চান্দিনা- ১, নাঙ্গলকোট- ১
মোট মৃত্যু সংখ্যা বেড়ে ৬৬ জনে।সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩শ ৪৭ টির , ফলাফল এসেছে ১৩ হাজার ৮শ ৬৬ টি। বৃহস্পতিবার (১৮ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

লালমাই;

লালমাইয়ে আরো ৭ জনের করো’না শনাক্ত, মোট আক্রান্ত ২৩
-মোঃ নাছির আহাম্মেদ (লালমাই)
লালমাইয়ে আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সাংখ্য, গত ১১জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত আটটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে বাগমারা দক্ষিণের ৭ জন কোভিড১৯ পজিটিভ এবং বাকি ১ জন নেগেটিভ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে,তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩৪৯টি নমুনার মধ্যে ২৯৩ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ২৩ জন,মৃত্যু সংখ্যা দুজন,সুস্থ হয়েছেন ০৫ জন।

লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে,অা’তংকিত হবেন না,স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন,সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন,নিরাপদে থাকুন,মহান অাল্লাহ অামাদের রহম করুন।

করোনায় চৌদ্দগ্রামে আজকের আক্রান্ত: ০৫
তার মধ্যে

  • রৌশনারা বেগম (শ্রীপুর),
    *ফিরোজা বেগম (সোনাকাটিয়া),
    *জাহাঙ্গীর আলম (পাঁচরা),
    *মিজানুর রহমান (চৌদ্দগ্রাম পৌরসভা),
    *এনাম হোসেন (কালিকাপুর)।

১৮/০৬/২০২০
বরুড়া উপজেলা করোনা আপডেট :
আজকের ১৮ টি নমুনার মধ্যে ১০ জন করোনা পজেটিভ আসে,৮ জন নেগেটিভ ।
যাদের করোনা পজেটিভ আসে তারা হলেনঃ

? মামুন হোসেন–শাকপুর।
?নুরুল ইসলাম–শাকপুর।
?রুহুল আমিন–একবাড়িয়া রাজাপুর।
?ওসমান গনি–আড্ডা।
?আলী আশ্রাফ– সিংগুর।
?মাহফুজুর রহমান–আদ্রা।
?ওসমান গনি– সাহাপুর।
?মোঃ ফারুক –জাংগালিয়া।
?দেলোয়ার হোসেন — জাংগালিয়া।
?রাসেল –ছোট রাড়ী।

সিটি:

রামমালায় ২, আশ্রাফপুর ১,ঝাউতলা ১,কান্দিরপাড় ২, মধ্যম আশ্রাফপুর ২, ডিসি অফিস ১,টিক্কারচর ১, পুলিশ হাসপাতাল ৫,রাণীর বাজার ১,অশোকতলা ১, রাণীর দিঘির পাড় ১,চাঁনপুর ১,বাগিচাগাঁও ১,রেইসকোর্স ১,সদর হাসপাতাল ২,জিলা স্কুল রোড ১,নাভানা হাসপাতাল ১,কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ১

দেবিদ্বার:

আজ দেবিদ্বারের ৩৪ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৯ টি পজিটিভ এবং বাকী ১৫ টি নেগেটিভ। এলাকাভিত্তিক পজিটিভ — পরিবার পরিকল্পনা অফিস ১ জন পুরুষ (৫৮) বনকুট ১ জন পুরুষ (৪৯) মোহাম্মদপুর ২ জন – পুরুষ (৩০), মহিলা (৩৭) ইষ্টগ্রাম ১ জন পুরুষ (৪৫) ভিংলাবাড়ি ১ জন পুরুষ (৩৪) তুলাগাও ১ জন পুরুষ (৩৫) স্বপ্নিল টাওয়ার ১ জন -পুরুষ (১৪) বাগমারা ১ জন পুরুষ (৪৩) আবদুল্লাপুর ১ জন পুরুষ (৪০) গোমতী আবাসিক এলাকা ১ জন পুরুষ (৪৯) ইউসুফপুর ১ জন পুরুষ (৩১) মোহনপুর ১ জন মহিলা (৬০) জাফরগঞ্জ ২ জন – পুরুষ(৫৮), মহিলা (৪২) চরবাকর ১ জন পুরুষ (৬২) হোসেনপুর ১ জন পুরুষ (৭৮) গুনাইঘর ১ জন পুরুষ (৩৯) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনকারী ১ জন চিকিৎসক (৩০) আজকে দেবিদ্বারের ভানী ইউনিয়নের বরাট গ্রামের মা ও ছেলে ২ জন পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- ১. ঝর্না রানী দেবনাথ (৫০) ২. মাধব দেবনাথ (৩২)

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews