( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার পদুয়ার বাজারে নানা অনিয়ময়ের অভিযোগে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । রবিবার বিকলে কুমিল্লা জেলার পদুয়ার বাজার এলাকায় এক অভিযান পরিচালিত হয়।
মাংছের দোকানে মূল্য তালিকা না থাকায় ভাই ভাই গোস্ত বিতানকে ২,০০০ টাকা, আদম আলীর মাংছের দোকানকে ১,০০০ টাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় তারা এন্টারপ্রাইজকে ৩,০০০ টাকা, শাহীন ষ্টোরকে ৪,০০০ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী ড্রেসিং করায় মুত্তাকিন পোল্ট্রি ফার্মকে ৪,০০০ টাকাসহ মোট পাঁচ দোকানীকে ১৪,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রত্যেক মাছ ব্যবসায়ীকে এখন থেকে ক্রয় ভাউচার সঙ্গে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয় অন্যথায় ইচ্ছামাফিক দাম বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে পুরো রমজান মাসব্যাপী এমন অভিযান অব্যাহত থাকবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গিকারাবদ্ধ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply