অনলাইন ডেস্ক:
কুমিল্লার ভিক্টোরিয়ান্সের মেহেদি হাসান , আফ্রিদি ও ডওসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রয়েছে রাজশাহী কিংস। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
তৃতীয় উইকেট তুলে নিলেন লিয়াম ডওসন। বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন মার্শাল আইয়ুব (২)।দ্বিতীয় উইকেটও নেন লিয়াম ডওসন। ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মেহেদি হাসান মিরাজ (০)। প্রথম আঘাত হানলেন মেহেদি হাসান। বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন শাহরিয়ায় নাফিস (৫)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১১ ওভারের ৩ উইকেট হারিয়ে ৫৯ রান।
সিলেট পর্বের পাট চুকিয়ে আবার ঢাকায় ফিরেছে বিপিএল। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে ফের শুরু ঢাকা পর্ব। এই পর্বে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানেই আছে কুমিল্লা। ৬ ম্যাচে তাদের জয় ৪টি ও হার ২টি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে তারা। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচেতিনটি করে জয় ও হার নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রাজশাহী।
একাদশ :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : এনামুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরেরা, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, লিয়াম ডওসোন, ওয়াহব রেজা, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান, জিয়াউর রহমান।
রাজশাহী কিংস : মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, কাইস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, লোরি ইভান্স, রায়ান টেন ডোশে।
Leave a Reply