(মাহফুজ নান্টু,কুমিল্লা)
দুর্নীতি-মাদ ক ও জু য়ার বিরুদ্ধে কুমিল্লা চলতি সপ্তাহে অভিযান পরিচালনা করা হবে। সরকারি বেসরকারি স্বা য়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্ম রত ব্যক্তি দু র্নীতি সম্পৃক্ত তাদের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী এ সপ্তাহে অভিযান চালু করা হবে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, দু র্নীতি করে যারা অর্থবিত্ত ভৈববের মালিক হয়েছেন তাদের তালিকা এখন আইনশৃংখলা বাহিনীর হাতে রয়েছে। কুমিল্লা জেলায় সরকারি দলের বেশ কয়েকজন নেতার নাম ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনীর হাতে চলে এসেছে। এছাড়াও যে সব স্থানে জু য়া মা দক আছে এবং জু য়া মা দকের সাথে যারা সম্পৃক্ত তাদের বিষয়ে কড়া গোয়েন্দা নজরদারী চলছে। চাইলেও তারা এখন দেশ ত্যাগ করে অন্যত্র চলে যেতে পারবেনা।
কুমিল্লা আ ইনশৃংখলা বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান,আমরা জেনে গেছি কারা অবৈ ধ উপায়ে অর্থ বিত্তের মালিক হয়েছেন। আমাদের কাছে তাদের জ্ঞাত অজ্ঞাত আয়ের সব হিসেব নিকেষ চলে এসেছে। আমরা অভিযান শুরু করলে সবাই দেখতে পাবেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারো নাম বা কোন প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়নি। তদন্ত এবং অভিযানের স্বার্থে প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের নাম গোপন রাখা হয়েছে।
এদিকে সমাজের সচেতন মহলও সরকারের দুর্নীতি,মা দক ও জুয়া বি রোধী অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা দুর্নীতিবাজদের গ্রেফ তারের আহবান জানান।
অনলাইন ডেস্ক:
প্রতি বছর অর্থাৎ ৩৬৫ দিনের মধ্যে দুটি দিন পৃথিবীর দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে। এর একটি দিন হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর। আজ ২৩ সেপ্টেম্বর সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর আলো দিবে। তাই আজ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান।
আগামীকাল থেকেই সূর্যের চারদিকে আপন কক্ষপথে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে। আবহাওয়াও উত্তরা বাতাসে শীত থেকে শীতার্ত হবে। ধীরে ধীরে দীর্ঘ হতে পরবর্তী রাতগুলো।
এরপর ২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।
Leave a Reply