অনলাইন ডেস্ক:
কুমিল্লার তিতাস উপজেলায় থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ নতুন করে আরো পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. সরফরাজ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়েছে সদর দক্ষিণ ও মনোহরগঞ্চে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে । এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে । মঙ্গলবার নতুনকরে সিটিসহ ৭ উপজেলায় আরও ৫৮ জন আক্রান্ত । এর মধ্যে সিটি করপোরেশন- ২৯, বরুড়া- ৯, মনোহরগঞ্জ- ২, দাউদকান্দি- ৪,,তিতাস- ৫,বুড়িচং- ৬ চৌদ্দগ্রাম- ২ নাঙ্গলকোট- ১, আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার৫শ ১৪ জন ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ১৮ জন জন এর মধ্যে নাঙ্গলকোট- ৭, বুড়িচং- ৬, চৌদ্দগ্রাম- ২, বরুড়া- ২, তিতাস- ১। মোট সুস্থ হয়েছে ২ শ ৫৮জন ।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭শ ৩২ জন, ফলাফল এসেছে ১০ হাজার ৭শ ২ জনের। মঙ্গলবার (৯ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দাউদকান্দিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ ৪ জন করোনায় আক্রান্ত। তিতাস থানার ওসিসহ ৫ জন করোনায় আক্রান্ত।
বরুড়া ৯ জনের মধ্যে: ১। জুনাব আলী- আগানগর, ২। মেহেরুন্নেছা- লগ্নসার, ৩। মোকলেছুর রহমান- দেওড়া, ৪। দিলিপ কুমার বনিক- গহিনখালি, ৫।রাবেয়া খন্দকার- দেওড়া, ৬। হারুন অর রশিদ- বরুড়া, ৭। সৈয়দ রেজাউল হক- ভবানীপুর, ৮। ফয়সাল মাহমুদ- ডাঃ সরকারি হাসপাতাল, ৯। আ ন ম জাকারিয়া- হেডক্লার্ক- বরুড়া হাসপাতাল।
নাঙ্গলকোটে দৌলখাঁড় ইউপির কান্দাল গ্রামের ১২ বছরের এক শিশু।
বুড়িচংয়ে সনাক্ত হয়েছেন : ১,হাজী মোস্তফা। গ্রাম, বুড়িচং পূর্ব পাড়া। ২,সোহেল আহমেদ, ইছাপুরা।৩,মো: রউফ খান, গ্রাম,শংকুচাইল। ৪,লিয়াকত আলী। গ্রাম, জিয়াপুর।৫,জয়নাল আবেদীন।গ্রাম,পাইকপারা।৬,ইউনুস মিয়া, নিমসার।
উপজেলার সর্বমোট আক্রান্ত সংখ্যা:
সিটিতে ২৫৮ ,দেবিদ্বার ১৯২ জন, মুরাদনগরে ১৬২ জন, লাকসামে ১০২ জন, বুড়িচং ১০৬ জন, চৌদ্দগ্রামে ৯৯ জন, কুমিল্লা সদর ৭০ জন, চান্দিনা ১২৯ জন, নাঙ্গলকোটে ৭৪ জন, দাউদকান্দি ৫৬, জন, ব্রাহ্মণপাড়া ৩৩ জন, তিতাস ৩৯ জন, মনোহরগঞ্জে ২৯ , হোমনা ২৬ , সদর দক্ষিন ৩২ জন, লালমাই ১১ জন, বরুড়া ৩৮ জন, মেঘনা ২১ জন ।
Leave a Reply