আবু সুফিয়ান রাসেল:
অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও গবেষক সীমান্ত আকরাম এর প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতির চালচিত্র’। বইটিতে সংস্কৃতির রূপ-স্বরূপ, বিশ্বায়নের প্রভাব, সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতির গোলামী, সংস্কৃতির দেউলিয়াপনা ও সংস্কৃতির বাণিজ্য ইত্যাদি বিষয়সমূহ লিপিবদ্ধ করেছেন লেখক। বইটি প্রকাশ করেছে কাঠপেন্সিল প্রকাশন।
বইটির ভূমিকা লিখেছেন সাহিত্য-সংগীত ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বইটি সম্পর্কে তিনি বলেন, আমরা নিজেদের সংস্কৃতিকে লালন করবো প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সমমর্মিতা দিয়ে। কাউকে আগ্রাসন করতে চাই না এবং চাই না কেউ আমাদের আগ্রাসন করুক। আশা রাখি, সীমান্ত আকরামের ‘সংস্কৃতির চালচিত্র’ বইটি আমাদের নিজস্ব সংস্কৃতিতে আপন চেতনায় অধীশ্বর হতে সহায়তা করবে।
এছাড়া তার আরো দুটি গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে। একটি কবি আসাদ চৌধুরীকে নিয়ে দেশ-বিদেশের প্রতিথযষা শতাধিক লেখকের লেখা সমৃদ্ধ ‘আসাদ চৌধুরী সম্মাননা গ্রন্থ’। আরেকটি সাহিত্য-সংগীত ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর সাক্ষাৎকার গ্রন্থ ‘তাঁর সাথে দেখা’। বই দুটি দক্ষতার সাথে সম্পাদনা করেছেন তিনি।
সীমান্ত আকরাম ১৯৯০ সালের ৫ জানুয়ারি, কুমিল্লা সদর উপজেলার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক ও
স্নাতকোত্তর অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকুরীর পাশাপাশি সাহিত্য পত্রিকা ‘কাঠপেন্সিল’ এর সম্পাদনা করছেন।
Leave a Reply