(মাহফুজ বাবু , বুড়িচং)
কুমিল্লার বুড়িচংয়ের বাকশিমূলে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীকে কৌ’শলে অপ হরণের পর আট’কে রেখে ধ র্ষণের অভিযোগ উঠেছে। এবিষয়ে গতকাল ৭জানুয়ারি থানায় মামলা দায়ের করেছে ভু’ক্তভো’গী কিশোরীর পিতা। মামলা দায়েরের পর তাৎ’ক্ষণিক ভাবে অভি’যান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য লিটনের সহায়তায় ধর্ষ’ককে আ টক করেছে বুড়িচং থানা পুলিশ।
মামলার বিবরণ ও থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ই ডিসেম্বর বিকেলে অনুমানিক উপজেলার বাকশিমুল ইউপি এলাকার বাকশিমুল গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ীর সামনের সড়ক থেকে ভিকটিম অর্পা (ছ’দ্মনাম) নামের ১৫ বছর বয়সী ঐ কিশোরী কে অ’পহ’রণ করা হয়।
একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃ ত ফজলুল হকের ছেলে আগে তিন বিয়ে করা ল ম্পট মনির হোসেন(৩২) অপহ রণের পর দীর্ঘ ১৭ দিন আনন্দপুর গ্রামের একটি ঘরে আ টকে রেখে তাকে একাধিক বার ধর্ষ’ণ ও পাশবিক নি র্যাতন চালায় । হিন্দু হতদরিদ্র পিতা অনেক খোঁ’জাখুজির পর গতকাল মেয়ের বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক থানায় অভিযোগ দায়ের করে।
ভুক্ত’ভোগী দরিদ্র পিতা জানায় নিজের সহায় সম্বল না থাকায় অন্যের বাড়িতে বসবাস করছেন। এ ঘটনার পর গতকাল জমির মালিক বাড়ি থেকে তাড়ি য়ে দিতে চাইছে। এ অবস্থায় কোথায় গিয়ে উঠবেন কোথায় যাবেন তিনি পরিবার ও মেয়েকে নিয়ে। তাকে তা ড়িয়ে না দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করছেন অসহায় দরিদ্র ভু ক্তভোগী পরিবারটি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই এস আই কামরুজ্জামান সহ ফো’র্স প্রেরণ করি। স্থানীয় মেম্বার লিট নের সহায়তা তার বাড়ি থেকে ধ র্ষক মনির কে আটক করে ভিকটিম কে উ দ্ধার করতে সক্ষম হই। ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এঘটনায় থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জে ল হাজতে প্রের ণ করা হয়েছে।
উল্লেখ্য আট’ককৃত ধ’র্ষক কিশোরীর বাবার সাথে কাজ করতো । তাই তাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। তখন মনির হোসেন ১৫ বছরের কিশোরীকে টা’র্গেট করে তার সাথে সু সম্পর্ক করার চেষ্টা করেন। বিভিন্ন কৌশলে তার সাথে মোবাইলে কথা বলে তাকে বাড়ি থেকে বের করে অপহ’রণ ১৫ দিন আটকে রেখে জো’রপূর্ব’ক ধর্ষ’ন করে ।
বি: দ্র: ফেসবুক নীতিমালার কারণে কিছু শব্দ ভে’ঙ্গে দেয়া হয়েছে । বিষয়টির জন্য দু:খ প্রকাশ করছি। -বার্তা সম্পাদক
Leave a Reply