( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশনা প্রশানের নিজস্ব অর্থায়নে জাতির পিতার ৪৩তম মহাপ্রয়াণ দিবসে কুমিল্লা জেলায় ১,৩১,০০০ (এক লক্ষ একত্রিশ হাজার) মানুষের ব্লাড গ্রুপিং করা হয়। এর ধারাবাহিকতায় এ জেলায় প্রায় ৫৯,০০,০০০ (ঊনষাট লক্ষ) মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ সৃজন, মোবাইল এ্যাপ তৈরি ও পোর্টালের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুমিল্লা জেলার সুযোগ্য জেলাপ্রশাসকের নেয়া এ মহতী সামাজিক উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন এবং অন্যান্য জেলায় তা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply