( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার আদালত প্রাঙ্গণে ছু রিসহ প্রবেশের সময় রোজিনা নামের এক নারীকে আ টক করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটেছে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, সম্প্রতি কুমিল্লার আদালতে একটি হ ত্যাকাণ্ডের ঘটনায় নি রাপত্তা জোরদার করা হয়েছে। আজ আদালত প্রাঙ্গণে প্রবেশকালে তল্লাশি চালিয়ে ওই নারীর ব্যাগে একটি ছো রা পাওয়ায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বিয়ের কাবিন সংগ্রহের জন্য আদালতে আসেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের খাস কামরায় ঢুকে ফারুক নামের এক আ সামিকে টেবিলের ওপর শু ইয়ে ছুরি দিয়ে কু পিয়ে হ ত্যা করে হাসান নামের আরেক আসামি। ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।
অনলাইন ডেস্ক:
বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত কয়েকটি বাক্য ঢেলে দে / পরিবেশটা সুন্দর! কোন হৈ চৈ নেই / পাম দিস না/ চিল্লাইয়া মার্কেট পান যাইবো? ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে কথাগুলো। সর্বশেষ এই শব্দগুলো তিনি বরুড়া আড্ডায় একটি ওয়াজে বলেছেন। তার ভাইরাল বিষয়গুলো বরুড়ায় বিভিন্ন ওয়াজে উৎপত্তি।
আর এই ‘ঢেলে দেই’ শব্দের বক্তা হলেন দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মুফতি তাহেরি।
তিনি প্রধান আর্কষণ হিসেবে ওয়াজ করিবেন ২৩ সেপ্টেম্বর, সোমবার। ডিমডুল হাই স্কুলমাঠ প্রাঙ্গণে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করিবেন মাওলানা ফজলুল রহমান। উক্ত ওয়াজ ও দেয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল।এছাড়াও আরো ওলামায়েকেরাম ওয়াজ করিবেন।
আমাদের প্রাণপ্রিয় ছোট মামাতো ভাই তৌকীর আহমেদ সজল (ছোট মামার ছেলে) আজ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সজল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের ছাত্র ছিল। সজল লালমতি মুন্সি বাড়ী নিবাসি বিজয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা জনাব হুমায়ুন কবির মুন্সীর এক মাত্র ছেলে। তার অকাল প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত, মর্মাহত ও হতবিহবল। একমাত্র ছেলেকে হারিয়ে তার পিতা মাতার অবস্থা ও সংকটাপন্ন। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
Leave a Reply