(জাগো কুমিল্লা. কম)
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সড়কে বাস চলাচল বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া সাড়ে পাঁচশো শ্রমিকের মাঝে চাল বিতরণ করেছে বেসরকারি পরিবহন পাপিয়া ট্রান্সপোর্ট সার্ভিস। বুধবার সকালে কুমিল্লার সদর উপজেলার নোয়াপাড়ায় ট্রান্সপোর্টের প্রধান কার্যালয়ে পরিবহনের ৫শ ৭৫ জন চালক, হেলপার ও শ্রমিকের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ করোনা প্রতিরোধে পারস্পরিক দূরত্ব ছিলো সচেতনতামূলক।
চাল বিতরণ উপস্থিত ছিলেন, কুমিল্লা-দাউদকান্দি কুমিল্লার স্পেশাল সার্ভিস বেসরকারি পরিবহন পাপিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা বাস মালিক সমিতির মহাসচিব আলহাজ¦ মো. তাজুল ইসলাম, পরিচালক কবির আহম্মেদ বাদল, জহিরুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম স্বপন ও তানভীর আহম্মেদ রনি প্রমুখ।
কুমিল্লা বাস মালিক সমিতির মহাসচিব আলহাজ¦ মো. তাজুল ইসলাম বলেন, করোনায় পরিবহনের শ্রমিকের এই চলমান সংকটে পাপিয়া ট্রান্সপোর্টের মত সকল ধরনের পরিবহনের মালিকদের এগিয়ে আসা উচিত। নানা ভাবে সাহায্য দিয়ে সহযোগিতায় পাশে থাকার প্রয়োজন।
Leave a Reply