সদর প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা সদর উপজেলায় পাহাড়ের পাদদেশে ফারজানা (২৮) নামে এক নারীর হাত বাঁধা রক্তাক্ত পাওয়া গেছে। রোববার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় কালিরবাজার ইউনিয়ন এর মুস্তফাপুর এলাকায় কৃষকরা নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর জানায়। নিহত ফারজানান স্থানীয় গ্রামের অটোচালক ইকবাল হোসেনের স্ত্রী।
ফারজানার চাচা হাফিজুল ইসলাম জানান, ৯ বছর আগে বিয়ে হয়েছে ফারাজানার, একটি সন্তান রয়েছে। তার স্বামী ইকবাল মাদকাসক্ত ও জুয়ারি। গত তিন দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়ে গতকাল ফারজানাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে। টাকার জন্য তাকেই প্রায় সময় মারধর করত। সকালে খবর পেলাম ফারজানার লাশ পাওয়া গেছে।
ধারণা করছি তার স্বামী ইকবাল তাকে হত্যা করে পালিয়েছে। হত্যাকারী কঠোর শাস্তি দাবি করছি। ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউল আলম বলেন, মাথা ও মুখে ইটের আঘাত রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অমিত মজুমদার জেল প্রতিনিধি, কুমিল্লা 01725476933
Leave a Reply