জুয়েল রানা, তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে মো: কামরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ বললামপুর নয়াবাড়ি এলাকার পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। সে উত্তর বলরামপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নয়াবাড়ি আলআমিনের দোকানের যায় । রাত ৯ টায় তার মুঠোফোনে বার বার কল দিলেও সে রিসিভ করেনি । রাতে বিভিন্ন সাথে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের উপ পরিদর্শক ( এস আই) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার জানিয়েছে তার মৃগি রোগের সমস্যা আছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই । মৃত্যু কারণ জানতে কামরুলের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া গেছে।
Leave a Reply