কুমিল্লা প্রতিনিধি।।
করোনাভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে পড়া রেলস্টেশন এলাকায় বসবাসরত বাসস্থানহীন শতাধিক ছিন্নমূল মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার কুমিল্লা রেলস্টেশন এলাকায় এই ছিন্নমূল ও অসহায় মানুষগুলোর হাতে খাবার পৌঁছে দেয় হয় কুমিল্লা আদালতের এডিশনাল পিপি এডভোকেট আশিকুর রহমান ভূঁইয়া জুয়েল ব্যক্তিগত উদ্যোগে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়, এড. সেলিম মিয়া, ফরহাদ হোসেন, বাংলাট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সাংবাদিকে মাসুদ আলম প্রমুখ।
তারা জানান, দেশে করোনা সংকটের মধ্যে কাজ বন্ধ হয়ে পড়া দিনমজুর এবং ঘর থেকে বের হতে না পারার কারণে সংকটে থাকা অসচ্ছল ও ছিন্নমূল পরিবাগুলোকে সাহায্য করছে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনা মোকাবেলায় তাদেরকে সচেতন করে ঘরে রাখতে হলে খাবার দিয়ে সহযোগিতা করতে হবে।
Leave a Reply