কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে থেকে প্রায় অর্ধশতাধিক হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া রাজগঞ্জ-টু-চকবাজারের হকারদের মাঝে বৃহস্পতিবার দুপুরে নগরীর ছাতিপট্টি এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি করে তেল, ডাল, পেঁয়াজ ও এক কেজি আটা।
এছাড়াও করোনা সংক্রামণ রোধে হকারদের মাঝে মাস্ক এবং সাবান বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মাইনউদ্দিন পারভেজ।
Leave a Reply