জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২ জন ও নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার: ১৯.২%।
মঙ্গলবার (২২ জুন) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৭২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটিতে ৩৪জন, বুড়িচংয়ে ৮ জন, দাউদকান্দি ১ জন, আর্দশ সদর ৩ জন, সদর দক্ষিণ ৪জন,লাকসাম ৪ জন, বরুড়া ৬ জন, তিতাস ১জন, মেঘনা ১ জন, চৌদ্দগ্রাম ৬ জন, চান্দিনা ২ জন,লাঙ্গলকোট ১জন
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা লাকসাম ও আর্দশ সদরের বাসিন্দা।তাদের মধ্যে এক পুরুষ ও একজর নারী রয়েছেন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন,এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮১হাজার ৭৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮০হাজার ৩৬৫জনের। এর মধ্যে ১৩ হাজার ৪৪২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫৯জনে। সুস্থ হয়েছে ১১ হাজার ৩শ ২২ জন।
Leave a Reply