( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪১, আদর্শ সদর- ৮, দেবিদ্বার- ১৩, সদর দক্ষিণ- ৩, চৌদ্দগ্রাম- ১, লালমাই- ৬, মুরাদনগর- ২, নাঙ্গলকোট- ১৬ (+মৃত ১)=১৭,দাউদকান্দি- ১, লাকসাম- ১,
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪শ ৭১ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ কেউ সুস্থ হয়নি।
মোট সুস্থ হয়েছে ৬ শ ৯৭ জন ।
আজ নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।। দেবিদ্বার- ১,নাঙ্গলকোট- ১,চৌদ্দগ্রাম- ১ (CuMCH) দাউদকান্দি- ১ (CuMCH),মুরাদনগর- ১,
মোট মৃত্যু সংখ্যা বেড়ে ৭১ জনে।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪শ ৩৭ টির , ফলাফল এসেছে ১৪ হাজার ১শ ৯৪ টি। শুক্রবার (১৯ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
লালমাই
বাগমারা উত্তর ও দক্ষিণে আরো ৬ জনের করোনা শনাক্ত,উপজেলায় মোট আক্রান্ত ২৯
নাঙ্গলকোট
নাঙ্গলকোটে ১৬ জন আক্রান্ত, মোট – আক্রান্ত -১১২ জন মৃত -৫ জন
রায়কোট দক্ষিণ ইউপির মালিপাড়া ১জন। রায়কোট উত্তরে শ্রীরামপুর -১ জন, লক্ষীপদুয়া -১ জন, জোড্ডা পূর্ব ইউপির হানগড়া -২ জনসহ মৃত্যু -১ জনের পজেটিভ। হেসাখাল ইউপির উরুকচালে-১, বক্সগন্জে -১, পৌর মেয়রের বাড়ীর ভাড়াটিয়া -৪ জন, দাউদপুরে -১, বাতুপারা -১, স্বাস্হ্যকমী -৩ জন
Leave a Reply