কলেজ প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর পালাবাদল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ২০২০-২১ বর্ষের কার্যকরী কমিটির সদস্যরা হলেন।
সভাপতি-আশিক ইরান, সহ-সভাপতি-মহিউদ্দিন আকাশ, সহ-সভাপতি-মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক-আবু সুফিয়ান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক-জে আই মাহির, সাংগঠনিক সম্পাদক-আরিফ হোসেন সবুজ, সহ-সাংগঠনিক -শাহিন আহমেদ সাজু ও সাইফুল ইসলাম সুমন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক-রুবেল মজুমদার,
দপ্তর সম্পাদক-আব্দুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক-শাফায়েত উল্লাহ মিয়াজী, কার্যনির্বাহী সদস্য- এম এম এইচ রায়হান, ফারজানা নিশাত, সদস্য-তানহা বিনতে করিম, শরীফ খান।
এ কমিটি আগামী বছরের ১৫ অক্টোবর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০শে মার্চ থেকে কুভিকসাস যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই মেধাবী তরুণদের ক্যাম্পাস সাংবাদিকতায় তৈরির জন্য কাজ করছে সংগঠনটি। কলেজের নানা সংবাদ প্রকাশ হচ্ছে জাতীয়, স্থানীয় গণমাধ্যমে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠকরা।
Leave a Reply