( জাগো কুমিল্লা.কম)
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ খাতে নতুন প্রজন্মকে সংশ্লিষ্ট করার জন্য বর্তমান সরকারের পাশাপাশি সিনিয়র ফ্রিল্যান্সাররাও নানা উদ্যোগ নিয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগে কুমিল্লা অনলাইন প্রফেশনালস ফোরাম এবং সিএসই সোসাইটির উদ্যোগে অনলাইন-বেজড প্রফেশনালস ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারটি ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করে অনলাইন নিউজ পোর্টাল জাগো কুমিল্লা ডট কম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান মো: কামাল হোসাইন চৌধুরী, সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে বক্তব্য প্রদান করেন ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট ও আপওয়ার্কের টপরেটেড ফ্রিল্যান্সার কৌশিক চন্দ্র , এফিলিয়েট মার্কেটার মাসুম বিল্লাহ ভূইয়া এবং এফিলিয়েট ও এসইও এক্সপার্ট এবং বেসিস এ্যাওয়ার্ড বিজয়ী রনি জাহিদ। আরো উপস্থিত ছিলেন টপ রেটেড ফ্রিল্যান্সার সুশান্ত চন্দ্র সাহা, সুব্রত চক্রবর্তী, আলাউদ্দিন সরকার, শিশির খান এবং কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্রছাত্রীগণ।
লাইভ ভিডিওটি দেখতে ক্লিক করুন:
অনলাইন পেশা বিষয়ক ক্যারিয়ার কাউন্সিলিংআয়োজনে: সিএসই সোসাইটি এবং অনলাইন প্রফেশনাল ফোরাম।কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিএসই বিভাগ থেকে সরাসরি। লাইক-শেয়ার করে জাগো কুমিল্লার সাথেই থাকুন।Online based Professions Career CouncilingOrganized by : CSE society & COPFLive From CSE Department, cumilla university. Like & Share, stay with jagocomilla.coml
Posted by Jagocomilla.com on Saturday, September 15, 2018
Leave a Reply