অনলাইন ডেস্ক:
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়জুল হাসান চৌহানকে বরখাস্ত করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের কাছে তিনি ইস্তফাপত্র জমা দেন।মঙ্গলবার (৫ মার্চ) ফয়জুল হাসানের ইস্তফা গ্রহন করা হয়েছে জানিয়ে পিটিআইয়ের পক্ষ হতে এক টুইটার বার্তায় জানানো হয়।
জানা গেছে, পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত যে বিবৃতি দিয়েছিল, তার জবাবেই চৌহান হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই তথ্য ও সংস্কৃতিমন্ত্রী চৌহান আপত্তিকর। এর পরে তিনি নিজেই ইস্তফা জমা দেন।এদিকে টুইটার বার্তায় বলা হয়, তথ্যমন্ত্রীর পদ থেকে চৌহানকে সরিয়ে দেয়া হয়েছে। কারও বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়। পাকিস্তানের ভিত্তিই হলো সহিষ্ণুতা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর পুলওয়ামায় দেশটির বিশেষায়িত বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহনে জঙ্গি হামলার ঘটনায় ৪৯ জওয়ান প্রাণ হারান। আহত হয় প্রায় অর্ধশতাধিক। এদিকে ওই গাড়িবহরে হামলার দায় স্বীকার করেন পাকিস্তান অবস্থানরত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মাদ। ওই হামলার ১৩ দিন পর ভারত জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ছিল পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে। সেই বালাকোটে হামলা চালায় ভারতের বায়ুসেনারা। তবে ওই হামলায় জইশের ৩০০ জন জঙ্গি নিহতের দাবি জানিয়ে আসলেও পাকিস্তানের পক্ষে তার উড়িয়ে দেয়া হচ্ছে।
পাক-ভারতে এমন উত্তেজনার পারদ যখন তুঙ্গে ঠিক তখন ইসরাইলের সমর্থন নিয়ে পাকিস্তানে এক বিপজ্জনক হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল ভারত। পরিকল্পনাটি করা হয়েছিল রাজস্থানের বিমানঘাঁটি থেকে। ওই পরিকল্পনার ব্যাপারে অবগত হতে পেরেছিল যথাসময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা। হামলার পরিকল্পনার গোপণ তথ্য পেয়ে পাল্টা হুমকি দিয়ে বার্তা পাঠায় পাক গোয়েন্দা সংস্থা। ফলে বিপজ্জনক পথে পা বাড়ানো আগেই পিছু হটে ভারত।
Leave a Reply