নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোননয়ন পেয়েছেন নুরুল ইসলাম (সিআইপি)।
মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে নুরুল ইসলামের হাতে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক তুলে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার।
প্রতীক পেয়ে আনন্দিত নুরুল ইসলাম ( সিআইপি) বলেন, সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে আমি নির্বাচন করবো। আজ আমাকে দলীয় প্রতীক নৌকা তুলে দেয়া হয়েছে। আমি আমাদের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে এগিয়ে যাচ্ছি।
আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। বাংলাদেশ আওয়ামীলীগকে ভালোবেসে রাজনীতি করছি। বিজয়ী হলে এলাকায় মাদক সমস্যা সমাধানে কাজ করবো। এছাড়াও রাস্তঘাটের উন্নয়নসহ সার্বিক সমস্যা সমাধানে কাজ করবো। দলমত নির্বিশেষে সবার সহযোগীতায় কালিরবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলে মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের এমপি বাহাউদ্দীন বাহার মহোদয়কে উপহার দিবো। এটাই আমার নির্বাচনী অঙ্গিকার।
Leave a Reply